Milind Rege (Photo Credit: @ajinkyasnaik/ X)

Milind Rege Passed Away: প্রয়াত হলেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক প্রধান নির্বাচক ও মেন্টর মিলিন্দ রেগে। ১৯৭০-এর দশকে হার্ট অ্যাটাকের শিকার রেগে আজ (১৯ ফেব্রুয়ারি) সকালে মুম্বইয়ে একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্করের (Sunil Gavaskar) ছোটবেলার বন্ধু ছিলেন রেগে। তারা একই স্কুল ও কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে তারা দাদার ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে যান। সেই হার্ট অ্যাটাকের পর ক্রিকেট ছেড়ে দেননি এবং ১৯৭৭-৭৮ মরসুমে মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলে ফিরে আসেন। রেগে ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৭০ ইনিংস খেলে ২৩.৫৬ গড়ে করেছেন ১,৫৩২ রান। ডানহাতি এই অফ স্পিনার নিয়েছেন ১২৬টি উইকেট। Yashasvi Jaiswal Ruled Out: বিদর্ভের বিরুদ্ধে মুম্বইয়ের রঞ্জি ট্রফির সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন যশস্বী জয়সওয়াল

মিলিন্দ রেগের প্রয়াণে টুইট করলেন রবি শাস্ত্রী

রেগে ক্রিকেট খেলে তেমন সেরাটা দিতে না পারলেও তিনি মুম্বই ক্রিকেটে ছাপ রেখে গেছেন। ১৯৮৮ সালে আরেক কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরের মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলে নেওয়ার সময় অন্যতম নির্বাচক ছিলেন তিনি। মুম্বই ক্রিকেটেও প্রশাসক হিসেবে কাজ করেছেন তিনি। এমসিএতে তাঁর শেষ ভূমিকা ছিল পরামর্শদাতা হিসাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টেও কমেন্ট্রি করেছেন তিনি। এমসিএ সভাপতি আজিঙ্কা নায়েক বলেছেন, 'মিলিন্দ রেগে স্যারের প্রয়াণের খবর শুনে গভীরভাবে শোকাহত। মুম্বই ক্রিকেটের অন্যতম কিংবদন্তি, খেলোয়াড়, নির্বাচক ও মেন্টর হিসেবে তাঁর অবদান অমূল্য। তার নির্দেশনা প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটার গড়েছে এবং তার উত্তরাধিকার চিরকাল লালিত হবে। তার আত্মা শান্তিতে থাকুক। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।'