Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতা, ২৮ এপ্রিল:  ইউক্রেন (Ukraine)ফেরৎ পড়ুয়াদের রাজ্যের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নেওয়া হবে। এমনই পরিকল্পনা করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের নিয়ে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে (Nabanna) বসে আজ সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ইউক্রেন থেকে যে পড়ুয়ারা ফেরৎ এসেছেন, তাঁদের পক্ষে সম্ভব নয় ফের একগুচ্ছ অর্থ  খরচ করে বিদেশে গিয়ে পড়াশোনা করা। সেই কারণে ইউক্রেন ফেরৎ পড়ুয়ারা যাতে এ রাজ্যে পড়াশোনা করতে পারেন, সরকার সেই ব্যবস্থা করবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

আরও পড়ুন: Hindi: 'সুদীপ ঠিক কথা বলেছেন', হিন্দি বিতর্কে দক্ষিণী তারকাকে সমর্থন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

ইউক্রেন থেকে পড়ুয়ারা দেশে ফিরেছেন, দু মাস অতিক্রান্ত। অথচ কেন্দ্রের তরফে তাঁদের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি। হাঙ্গেরি, পোলান্ড বা অন্য কোনও দেশে গিয়ে পড়ুয়ারা পড়াশোনা করুন বলে কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু বিপুল অর্থ খরচ করে পড়ুয়াদের পক্ষে আর বিদেশ যাওয়া সম্ভব নয়। সেই কারণে রাজ্য সরকার ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের রাজ্যের কলেজে পড়ার ব্যবস্থা করবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এ বিষয়ে শিক্ষা দফতরে যাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে, সে বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।