Bommai, Sudeep (Photo Credit: Instagram)

বেঙ্গালুরু, ২৮ এপ্রিল:  অজয় দেবগণ এবং দক্ষিণী তারকা কিচা সুদীপের (Kiccha Sudeep) হিন্দি মন্তব্যে সরগরম রাজনৈতিক মহল। হিন্দি নিয়ে কিচা সুদীপ যা বলেছেন, তা সঠিক। সুদীপের মন্তব্যকে প্রত্যেকের সম্মান জানানো উচিত। হিন্দি বিতর্কে এবার মুখ খুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মুখ্যমন্ত্রী বলেন, কর্ণাটক তৈরি হয়েছিল ভাষার উপর নির্ভর করে। আঞ্চলিক ভাষাগুলিকে  গুরুত্ব দেওয়া উচিত। হিন্দি নিয়ে কিচা সুদীপ যা বলেছেন, প্রত্যেকে যাতে দক্ষিণী তারকার মন্তব্যকে সম্মান করেন, সেই আকহ্বানও জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী (Basavaraj S Bommai)।

বর্তমানে যেভাবে বলিউডের (Bollywood) একের পর এক ছবিকে পিছনে ফেলে দক্ষিণী সিনেমা ব্লক বাস্টার হচ্ছে, তাতে হিন্দিকে আর কোনওভাবেই জাতীয় বা রাষ্ট্রীয় ভাষা বলা যাবে না। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এমনই মন্তব্য করেন কিচা সুদীপ। দক্ষিণী তারকার ওই মন্তব্যের পর পালটা মুখ খোলেন অজয় দেবগণ (Ajay Devgn)।

আরও পড়ুন: Hindi Row: 'হিন্দি রাষ্ট্রীয় ভাষা', অজয় দেবগণের মন্তব্যে বিতর্ক, বিক্ষোভ কর্ণাটকে

বলিউড তারকা বলেন, হিন্দি যদি জাতীয় ভাষা না হয়, তাহলে তোমরা (কিচা সুদীপ) কেন নিজেদের দক্ষিণী ভাষার ছবিকে হিন্দিতে ডাব করে বক্স অফিসে চালাও? হিন্দি আগের মত এখনও জাতীয় ভাষা বলে মন্তব্য করেন অজয় দেবগণ। বলিউড তারকার ওই মন্তব্যের পর তাঁর সঙ্গে কোনও রকমের বিতর্কে জড়াতে চান না বলে স্পষ্ট জানান কিচা সুদীপ।  যা নিয়ে ইতিমধ্যেই প্রায় গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে।