Mamata Banerjee. (Photo Credits: Twitter)

কলকাতা, ২ অক্টোবর: রাজ্যের বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। প্রবল বর্ষণ (Heavy Rain) ও ডিভিসি (DVC)-র জল ছাড়ার কারণে রাজ্যের আটটি জেলার বিভিন্ন জায়গা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী, বীরভূমের বেশ কিছু জায়গা বন্যা পরিস্থিতি। সাড়ে পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। রাজ্যের ২২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ। সব মিলিয়ে লক্ষাধিক ঘর ক্ষতিগ্রস্ত। চার লক্ষেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দেখুন টুইট

মুখ্যমন্ত্রী বললেন, "বুকের উপর জল ছাড়া হয়েছে। মানুষকে সমাধি করা হয়েছে। মানুষ যখন ঘুমোচ্ছিল, তখন জল ছাড়া হয়েছে।"বিস্ফোরক অভিযোগ করে কেন্দ্র ও ডিভিসিকে নিশানায় রেখে দিদি বললেন, চক্রান্ত করে রাতের বেলা জল ছাড়া হয়েছে। যা এক ধরনের অপরাধ। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের কাছে বাঁধগুলো সংস্কারের আর্জি জানান তিনি। আরও পড়ুন: পাহাড় সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা, হলুদ সতর্কতা

দেখুন টুইট

জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ৫০টি দল কাজ করছে। নবান্নতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। আরামবাগে জলের ওপর দাঁড়িয়ে জেলা আধিকারিকদের সঙ্গে কথা বললেন মমতা। বিহার (Bihar), ঝাড়খন্ডে বন্যা হলে, তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়ে৷ ডিভিসি, তেনুঘাট, পাঞ্চেৎ-এর মতো একাধিক বাঁধ দীর্ঘদিন ধরে ড্রেজিং করা হয়নি৷ ফলে ওই বাঁধগুলি থেকে জল ছাড়লে, দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ করেন মমতা ব্যানার্জি৷

একটানা বৃষ্টি এবং বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ যার জেরে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ ডিভিসি, পাঞ্চেত, তেনুঘাটের মতো বাঁধগুলি থেকে না জানিয়ে জল ছাড়া হয়েছে৷ না জানিয়ে জল ছাড়া 'অপরাধ' বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ গভীর রাতে এভাবে না জানিয়ে জল ছাড়া হলে, কীভাবে পরিস্থিতি সামাল দেবেন বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ এভাবে না জানিয়ে জল ছাড়াকে 'ম্যান মেড বন্যা' বলেও আক্রমণ করেন মমতা৷