শুক্রবার পরপর ৬বার ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে মায়ানমার (Myanmar)। প্রথমে ৭.৭ মাত্রার জোরাল কম্পনে কেঁপে ওঠে মায়ানমার। পরে আফটার শক আরও ৫বার। যার জেরে মায়ানমার জুড়ে হু হু করে আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করে। ৭.৭ মাত্রার জোরাল কম্পনের পর ক্রমাগত ৪.৪ মাত্রার কম্পমে কেঁপে উঠতে শুরু করে মায়ানমারের একাধিক এলাকা। ফলে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে জোরাল কম্পনের জেরে মায়ানমারের মন্ডালয়ে একের পর এক বাড়িঘর ভেঙে পড়তে শুরু করে। একটি বাড়ির আঘাতে অন্যটি যখন ভাঙতে শুরু করে, সেই দৃশ্য নাড়িয়ে দেয় বহু মানুষকে। অর্থাৎ চোখের সামনেই অনেকের বাড়ি ভেঙে গুঁড়িয়ে যেতে শুরু করে মায়ানমারে। ভেঙে পড়া বাড়ির নীচে থেকে সাধারণ মানুষকে বের করে আনার প্রচেষ্টা শুুরু হয়। সাধারণ মানুষ নিজেরাই সেই কাজ শুরু করেন। পরে উদ্ধারকারী দল এসেও হাজির হয়। তবে যে হারে বাড়িঘর ভেঙে পড়তে শুরু করে মায়ানমারে, তার জেরে এখনও কতজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন, সে বিষয়ে সঠিক তথ্য মেলেনি।
মায়ানমারে ভেঙে পড়তে শুরু করে একের পর এক বাড়িঘর...
#WATCH | Locals in Mandalay, Myanmar carry out rescue efforts at the debris of buildings that have collapsed here due to a 7.7 magnitude earthquake. pic.twitter.com/wvck2FafbO
— ANI (@ANI) March 28, 2025
শুক্রবার পরপর ৬টি ভূমিকম্প আঘাত করে মায়ানমারে...
Six earthquakes in a day rock Myanmar
Read @ANI Story | https://t.co/Tl9qI2w8fh#Myanmar #Earthquake #NCS pic.twitter.com/yCMIKz7Sp8
— ANI Digital (@ani_digital) March 28, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)