পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় কাজের জন্য বাইরে চলে গিয়েছিলেন যুবক। তারপরেই ফোনের মাধ্যমেই যোগাযোগ হয় এক তরুণীর সঙ্গে। সেই সম্পর্ক পরিণত হয় ভালোবাসায়। বিয়ে পর্যন্তও কথা এগিয়ে যায়। তারপরেই জানতে পারে ওই যুবতীর সঙ্গে আরও এক যুবকের সম্পর্ক রয়েছে। আর সেই কারণেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন নদিয়ার হাঁসখালির এক যুবক। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবারে। ঘটনার জেরে শোকস্তব্ধ গোটা পরিবার। অন্যদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রতারক ওই তরুণী ও তাঁর নতুন প্রেমিকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
বিষ খেয়ে আত্মঘাতী হাঁসখালীর যুবকের
জানা যাচ্ছে, সম্প্রতি পড়াশুনার পাঠ চুকিয়ে চাকরির জন্য বাইরে চলে যায় হাঁসখালির মামজোয়ান পঞ্চায়েতের হলদিপাড়া মাঠপাড়ার বাসিন্দা প্রবীর বিশ্বাস ওরফে পাপাই। বাবা পরিতোষ বিশ্বাস ছোটখাটো কাজ করতেন। এবং তাঁর মা বীনা বিশ্বাসও আর্থিক অনটনের কারণে কাজ করতেন। তবে ছেলে চাকরি পাওয়ার পর সংসারে হাল ফেরে। এরমধ্যেই পাপাইয়ের সঙ্গে ফোনেই এক যুবতীর সঙ্গে পরিচয় হয়।
মানসিক অবসাদের কারণে আত্মঘাতী
অভিযোগ, বাড়িতে বিয়ের কথা এগিয়েও গিয়েছিল। এরমধ্যেই পাপাই জানতে পারে যে ওই তরুণী আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েছে। আর সেই কথা জানার পরেই মানসিক অবসাদে ভেঙে পড়েন ওই যুবক। তারপরেই এদিন বিষ খেয়ে আত্মঘাতী হন সে। প্রথমে তাঁকে উদ্ধার করে বগুলা গ্রামী হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি ঘটলে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরাই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।