কলকাতা, ১৪ মার্চ: ২০০৭ সালের ১৪ মার্চ। নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনায় সেদিন প্রাণ হারিয়েছিলেন ১৪ জন। রাজ্যে তখন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসন, বিরোধী পক্ষে মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। ঠিক ১৬ বছর, ১৬ মার্চ। অনেকটা পাল্টে গিয়েছে রাজ্য রাজনীতি। ২০০৭ সালে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনার কথা মনে করে এদিন সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
টুইটারে মমতা লিখলেন, "১৪ মার্চ বাংলার ইতিহাসে কালো দিন। এই দিনটা মনে করিয়ে দেয় বাংলার অসহায় গ্রামবাসীদের ওপর বর্বরচিত আক্রমণকে। নন্দীগ্রামে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় হওয়া হিংসায় সেদিন ১৪ জন শহীদ হয়েছিলেন, আহত হয়েছিল অসংখ্য গ্রামবাসী।" আরও পড়ুন- শুক্রে অখিলেশের সঙ্গে বৈঠকে বসছেন মমতা
দেখুন টুইট
March 14 marks a black day in Bengal's history.
It is a grim reminder of the barbaric attacks on the hapless farmers of Bengal, of the 14 martyrs of Nandigram and the countless villagers who were subjected to state-sponsored violence.
1/2
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2023
এরপর মমতা লেখেন, "১৬ বছর পর, বাংলা কৃষিতে দেশের প্রথম সারির রাজ্য হিসেবে উঠে এসেছে। আমাদের কৃষকদের মধ্যে ক্ষমতায়ন ঘটেছে এবং সম্মানের সঙ্গে বাঁচতে পারছেন। নন্দীগ্রাম হল লড়াকু মানসিকতা আর নিরলস আপোষহীন লড়াইয়ের অন্য নাম।"
নন্দীগ্রাম আন্দোলন মমতাকে রাজ্যের সিংহাসন দিয়েছে, দেশজুড়ে দিদিকে লড়াকু নেত্রীর অ্যাখা দিয়েছে। তবে ২০২১ বিধানসভায় গোটা রাজ্যে বড় ব্যবধানে জিতলেও, নন্দীগ্রাম বিধানসভায় অল্প ব্যবধানে হারতে হয়েছিল তাঁর প্রাক্তন বিশ্বস্ত শুভেন্দু অধিকারীর কাছে।