দেশের বিরোধী দলগুলিকে নিয়ে কংগ্রেসের ডাকা বৈঠকে গেল না তৃণমূল কংগ্রেস। মিজোরামে রাহুল গান্ধীর আক্রমণ, সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেসের প্রচারের পর আর হাত শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা চাইছে না দিদির দল। কংগ্রেসের বৈঠক এড়িয়ে তৃণমূলের সাংসদ, নেতারা দিল্লিতে গান্ধী মূর্তির সামনে বিজেপি-র নানা নীতির বিরোধিতায় সোচ্চার হলেন।
এদিকে, আগামী শুক্রবার ১৭ মার্চ উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দলনেতা তথা এসপি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে কলকাতায় বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় অখিলেশের দলের হয়ে প্রচারে লখনউ গিয়েছিলেন মমতা। লোকসভা ভোট এগিয়ে আসছে, দিদি আবার বিরোধী দলগুলিকে নিয়ে জোট গড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর। আরও পড়ুন-কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাধলেন উত্তরপ্রদেশের এক তরুণী (দেখুন ভিডিও)
দেখুন টুইট
#BREAKING : #TMC to skip the opposition meeting called by #Congress today. TMC would rather hold a protest independently at the Gandhi Statue in parliament against #BJP.
In another update, #SP chief #AkhileshYadav to meet #MamataBanerjee in #Kolkata on March 17
— Tamal Saha (@Tamal0401) March 14, 2023