কৃষ্ণভক্তির অনন্য নিদর্শন দেখালেন উত্তরপ্রদেশের এক তরুণী। উত্তরপ্রদেশের বৃন্দাবন , শ্রীকৃষ্ণের লীলাভূমি। সেই শহরে গিয়ে এক যুবতী কৃষ্ণের ভক্তিতে এতটাই মগ্ন হয়ে ওঠেন যে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার স্বামী হিসেবে মেনে নেন। শুধু মনেই নয়, আচার-অনুষ্ঠানেও উত্তরপ্রদেশের বাসিন্দা রক্ষা সোলাঙ্কি এখন কৃষ্ণের বাকি ১৬০০০ স্ত্রীয়ের মত একজন সহ-ধর্মিনী হয়ে উঠেছেন।
সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে আউরাইয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠান করে ভগবান কৃষ্ণের সাথে গাঁটছড়া বেঁধেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত সিং সোলাঙ্কির মেয়ে রক্ষা সোলাঙ্কি। সদ্য ৩০ এ পা দেওয়া রক্ষা তার স্নাতকোত্তর শেষ করে এলএলবি করছে। ভগবান কৃষ্ণের প্রতি তিনি এতটাই অনুগত যে ভগবান কৃষ্ণের মূর্তির সাথে গাঁটছড়া বেঁধে সারাজীবন কৃষ্ণপ্রেমে যুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে বিয়ে করার ইচ্ছা পূরণ করে তার বাবা এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
দেখুন সেই বিয়ের ভিডিও-