Representational Image (Photo Credit: File Photo)

মায়াপুরে (Mayapur) পুলিশ ব্যারাক থেকে উদ্ধার এএসআই পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের দেহ। বুধবার সকালে তাঁর সহকর্মীরাই ঝুলন্ত দেহ দেখতে পান। প্রথমে তাঁর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এটা আত্মহত্যা নাকি খুন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে কেন সে আত্মঘাতী হয়েছেন, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহটিও পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

মায়াপুর পুলিশ ফাঁড়ি থেকে উদ্ধার দেহ

জানা যাচ্ছে, মাসচারেক আগে বছর ৪২-এর দেবাশিষ গড়াই মায়াপুর পুলিশ ফাঁড়িতে এসেছিলেন। এমনিতে তিনি বীরভূমের নানুরের বাসিন্দা। সেখানে স্ত্রী ও মেয়ে থাকেন। সম্ভবত, মেয়ে স্কুলে পাঠরত। গতকালও পরিবারের সঙ্গে কথা বলেছিলেন বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা। কিন্তু আচমকাই তিনি কেন আত্মঘাতী হলেন সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

বাজেয়াপ্ত মোবাইল

ইতিমধ্যেই দেবাশিষের স্ত্রীকে খবর দেওয়া হয়েছে। তাঁরা রওনাও দিয়েছেন বলে খবর। যদিও এই মত্যুর কারণ সাংসারিক অশান্তি নাকি অন্যকিছু সেটা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে মৃতের মোবাইল ও নথিপত্র বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।