কলকাতা, ৬ জুন: ঘূর্ণিঝড় আম্ফানের ((CycloneAmphan) কারণে পশ্চিমবঙ্গে অন্তত ১ লাখ আড়াই হাজার টাকার ক্ষয়ক্ষতি (Damages) হয়েছে। কেন্দ্রীয় সরকারের পাঠানো আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল (Inter-Ministerial Central Team) আজ ক্ষয়ক্ষতি হিসেব করেছে। কেন্দ্রীয় দলের হিসেব অনুযায়ী, আম্ফানের কারণে রাজ্যে ক্ষতির পরিমাণ ১ লাখ ২ হাজার ৪৪২ কোটি টাকা।
কোথায় কত ক্ষতির পরিমাণ:
রাজ্য ২৮ লাখ ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত। ১৭ লাখ হেক্টর বোরো চাষের জমি ক্ষতিগ্রস্ত। ক্ষতির পরিমাম ১৫ হাজার ৮৬০ কোটি টাকা। এছাড়া আম, লিচুসহ অন্য চাষের ক্ষতি হয়েছে ৬ হাজার ৫৮১ কোটি টাকার। মৎস্য চাষে ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি টাকা। পশুপালনে ক্ষতি হয়েছে ৪৫২ কোটি টাকার। পানীয় জল সংক্রান্ত পরিকাঠামোয় ক্ষতি হয়েছে ২ হাজার ৬০ কোটি টাকা। রাস্তাঘাটে ক্ষতির পরিমাণ ২ হজার ২৩৭ কোটি টাকা। সেচ কাঠামোয় ক্ষতির পরিমাণ ২ হাজার ৯৪৪ কোটি টাকা। বিদ্যৎ সহ অন্য ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ৩ হাজার ২৩০ কোটি টাকা। বন সম্পদের ক্ষতি হয়েছে ১ হাজার ৩৩ কোটি টাকা। শিক্ষা পরিকাটামোয় ক্ষতি ৭৯৩ কোটি টাকা। স্বাস্থ্য পরিকাঠামোয় ক্ষতির পরিমাণ ১ হাজার ২৭০ কোটি টাকা। অঙ্গনওয়াড়়ি পরিকাঠামোয় ক্ষতি ৩৪২ কোটি টাকা। নগর পরিকাঠামোয় ক্ষতি ৬ হাজার ৭৫০ কোটি টাকা। শিল্প পরিকাঠামোয় ক্ষতি ২৬ হাজার ৭৯০ কোটি টাকা। দমকল সহ অন্য ক্ষেত্রে ক্ষতি ১ হাজার ৫৪০ কোটি টাকা।
West Bengal: According to an assessment report of an Inter-Ministerial Central Team, damages worth Rs 1,02, 442 crores occurred due to #CycloneAmphan in the state; 28.56 lakh houses damaged. pic.twitter.com/M8lWuIQ5Gk
— ANI (@ANI) June 6, 2020
আম্ফানের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে অবশেষে রাজ্যে এল কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব অনুজ শর্মার নেতৃত্বে সাত সদস্যের আন্তঃমন্ত্রক পর্যবেক্ষক দলটি বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা এসে পৌঁছায়। শুক্রবার সকালে চারটি দলে ভাগ হয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আমপান-বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে পর্যবেক্ষকরা। শনিবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে বৈঠক করেন দলের সদস্যরা।