সদ্য গোয়ায় (Goa) অ্যাডভেঞ্চার স্পোর্টসে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রতিনিয়ত শিহরত করে চলেছে পর্যটকদের। উত্তর গোয়ার কুয়েরিমে প্যারাগ্লাইডিং (Paragliding) করতে গিয়ে দড়ি ছিঁড়ে মৃত্যু হয়েছে দুজনের। মৃতদের মধ্যে একজন গাইড এবং অপরজন পর্যটক। পুলিশ সূত্রে খবর, যে সংস্থার তরফে তাঁরা প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন, তা অবৈধ। সংস্থার মালিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অবশেষে ওই প্যারাগ্লাইডিং সংস্থার মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তর গোয়া বেড়াতে গিয়েছিলেন পুণের ২৭ বছরের বাসিন্দা শিবান ডাবলে। রবিবার ভোর ৫টা নাগাদ কেরি মালভূমিতে একটি পাহাড়ে প্ল্যারাগ্লাইডিং করতে যান তিনি। সঙ্গে ছিলেন ইনস্ট্রাক্টর নেপালের বাসিন্দা সুমান নেপালি। মাটি থেকে উপরে ওঠার কিছুক্ষণের মধ্যে আচমকাই প্ল্যারাগ্লাইডিংয়ের দড়ি ছিঁড়ে যায়। সোজা নদীতে পড়েন দুজনে। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই মর্মান্তিক দুর্ঘটনা পর্যটক মহলে আতঙ্ক ছড়িয়েছে।
সংস্থার মালিক শেখর রায়দানকে গ্রেফতারির পর আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। শেখরের বিরুদ্ধে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশ জানাচ্ছে, উত্তর গোয়ায় বহুদিন ধরেই বৈধতা ছাড়া এই প্যারাগ্লাইডিং সংস্থাটি চালাচ্ছিলেন শেখর। এই ঘটনার পর গোয়া পর্যটন বিভাগের তরফে জানানো হয়েছে, কেরি মালভূমিতে প্যারাগ্লাইডিং কার্যক্রম পরিচালনার অনুমতি ছিল না।