বেঙ্গালুরু, ২৪ জানুয়ারিঃ স্ত্রী বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন জানাতেই মাথায় বাজ পড়ে স্বামীর। সাজানো সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় অবসাদগ্রস্ত হন বছর ৩৯ এর ব্যক্তি। শেষমেশ আর সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন পেশায় অটো চালক ওই ব্যক্তি। বেঙ্গালুরুর তুমাকুরুর বাসিন্দা এইচ মঞ্জুনাথ স্ত্রীর বাড়ির সামনেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থলেই মারা গিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালে নয়না রাজের সঙ্গে বিবাহ হয় মঞ্জুনাথের। নয়না পেশায় একজন মেক-আপ আর্টিস্ট। ২০২২ সালে স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন জানান তিনি। সেই থেকে স্বামী-স্ত্রী দুজনে আলাদা থাকছিলেন। বারংবার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন মঞ্জুনাথ। বৃহস্পতিবার সকালে শেষবারের মত চেষ্টা করতে নয়নার কাছে যান তিনি। কিন্তু সেদিনও নয়না স্বামীর সঙ্গে ফিরতে অস্বীকার করেন। এরপরেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন মঞ্জুনাথ। স্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েই নিজের গায়ে আগুন লাগান তিনি। জ্যান্ত পুড়ে মারা যান মঞ্জুনাথ। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার সুযোগও হয়নি।
মৃত ব্যক্তির মা পুত্রবধূ নয়নার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।