ভিডিওতে দেখা যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে একজন ব্যক্তি তার প্রয়াত মায়ের ছবির সঙ্গে পবিত্র স্নান করার কয়েকদিন পরে এবং একজন ক্রিকেট ভক্ত তার আরসিবি জার্সি পড়ে ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার ভিডিও পোস্ট করেন। এরপরে সেই পুণ্যার্থী তাঁর পোষা কুকুরের প্রয়াগরাজের পবিত্র জলে 'স্নান' করার ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে।
...