ঝড় বৃষ্টি ( Photo Credit-File)

কলকাতা, ৭ মে: গত কয়েক দিনের সান্ধ্যকালীন ঝড়বৃষ্টির (Weather Update) দাপটে রাজ্য থেকে কার্যত উধাও গরম৷ আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবারও এই আবহাওয়ার কোনও বদল ঘটছে না৷ শুক্রবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও, দুপুরের পরেই মেঘ ঘনিয়ে আসার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিনে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন ঘটবে না, অর্থাৎ সপ্তাহান্তে বৃষ্টির আমেজ বজায় থাকছে মহানগরীতে। তবে শুধু আজ নয়, আগামী ৪৮ ঘণ্টায় জাঁকিয়ে ঝড়বৃষ্টি হবে গোটা রাজ্যে৷ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে৷  আরও পড়ুন-Caronavirus Cases In India: সর্বগ্রাসী কোভিড, দেশে দৈনিক সংক্রমণ ৪ লাখ ১৪ হাজার ১৮৮

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্যপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা ত্রিপুরা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং সিকিম ও উত্তর বঙ্গে আগামী ১০ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রবিবার। রবি ও সোমবার আসাম ও মেঘালয়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিহার ঝাড়খণ্ড ওড়িশার মত পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। এদিকে মৌসম ভবন জানিয়েছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, রাজ্যে আসছে বর্ষা৷ প্রতিবছর এনিয়ে টালবাহানা থাকলেও এবার কিন্তু সময়েই বঙ্গে প্রবেশ করবে বর্ষারানি৷

শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৫ ডিগ্রির কাছাকাছি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৬০ এবং ৫৭ শতাংশ ছিল।