
কোনও নথিপত্র ছাড়াই অবৈধভাবে উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow) ভাড়া দিয়েছিলেন একাধিক বিদেশি নাগরিককে। গোপনসূত্রে খবর পেয়ে মালহৌর এলাকায় একটি আবাসনে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আর তারপরেই ১০ জন বিদেশী নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা যাচ্ছে, ভাড়ার কোনও বৈধ চুক্তি ছাড়াই তাঁদের থেকে মোটা টাকা নিচ্ছিল ওই বাড়ির মালিক।
আবাসনে হানা দিয়ে গ্রেফতার বিদেশি নাগরিক
জানা যাচ্ছে, দিনকয়েক আগেই ছিনহাত থানায় ওই আবাসনের বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ পেয়েই শুক্রবার মহিলা পুলিশ নিয়ে ওই ফ্ল্যাটে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। তারপর বেশ কয়েকজন মহিলা সহ ১০ জন বিদেশি নাগরিককে আটক করে। জানা যাচ্ছে, ফ্ল্যাটের মধ্যে অবৈধ কারবার করছিলেন অভিযুক্তরা।
UP: Police file case against Lucknow landlord for renting apartment to foreign nationals without verification
Read @ANI Story | https://t.co/V3rTwZ49bI#Lucknow #Foreignersact #BNS pic.twitter.com/QPqLANKqm4
— ANI Digital (@ani_digital) March 14, 2025
গ্রেফতার অভিযুক্তরা
এই ঘটনার পর বাড়ির মালিককেও জেরা করে পুলিশ। তারপর তাঁকেও এদিন আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও ওই ফ্ল্যাটের মধ্যে দেশবিরোধী কোনও কার্যকলাপ চলছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।