
শুক্রবার ভয়াবহ ঘটনা ঘটল পঞ্জাবের অমৃতসরে (Amritsar) স্বর্ণমন্দিরে (Golden Temple)। প্রার্থনা করতে আসা পূর্ণার্থীদের ওপর প্রাণঘাতী হামলা চালাল এক ব্যক্তি। জানা যাচ্ছে স্বর্ণমন্দিরের শ্রী গুরু রামদাসজি নিবাসে সামনে ঘটনাটি ঘটে। আচমকাই স্বর্ণমন্দিরে আসা ভক্তদের ওপর লোহার রড নিয়ে চড়াও হয়ে তাঁদের মারধর করে। তড়িঘড়ি ঘটনাস্থলে নিরাপত্তরক্ষীরা এসে ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সেই এই মুহূর্তে আইসিইউ-তে ভর্তি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্বর্ণমন্দির এলাকায়।
একজনের অবস্থা গুরুতর
হাসপাতালে এক চিকিৎসক জানিয়েছেন, আচমকাই এদিন দুপুরে এক ব্যক্তি স্বর্ণমন্দির চত্বরে হামলা চালিয়েছিল। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজনেরাই পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি চারজনকেই ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় গভীর ক্ষত হয়েছে।
দেখুন চিকিৎসকের বক্তব্য
#WATCH | Amritsar, Punjab: Four injured as a person attacked people with iron pipes in Shri Guru Ramdas Saran in the Golden Temple premises.
Dr Jasmeet Singh says, " As per the statements given to us by the patients, an unknown assailant assaulted the victims with a rod. 5… pic.twitter.com/p8N8QpQOr1
— ANI (@ANI) March 14, 2025
গ্রেফতার অভিযুক্ত
পুলিশসূত্রে খবর, হামলাকারী ব্যক্তি আহতদের পূর্বপরিচিত নয়। ফলে কেন এই হামলা করা হল তা এখনও পরিস্কার নয়। সম্ভবত হামলাকারী ব্যক্তি মানসিক বিকারগ্রস্থ। যদিও গ্রেফতারির পর ওই ব্যক্তিকে জেরা শুরু করেছে তদন্তকারীরা।