Representative Image (Photo Credit: File)

জয়পুর, ১৪ মার্চঃ দোলযাত্রা (Holi 2025) হিন্দুদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালন করা হয় এই উৎসব। দোলপূর্ণিমা রঙের উৎসব নামেও পরিচিত। রঙের আহাত্ম এদিন এক করে হিন্দু-মুসলিমকেও। এই রঙই এক যুবক মাখতে না চাওয়ায় তাঁকে নির্মমভাবে খুন করা হল। বছর পঁচিশের যুবক রঙ মাখতে অস্বীকার করায় তাঁকে তিন ব্যক্তি মিলে শ্বাসরোধ করে খুন করেছে।

রাজস্থানের (Rajasthan) দৌসা জেলার রালওয়াস গ্রামে খুন হওয়া যুবকের নাম হংসরাজ। ওই গ্রামেরই বাসিন্দা অশোক, বাবলু এবং কালুরামের বিরুদ্ধে উঠেছে হংসরাজকে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটেছে গত বুধবার। এলাকায় অগ্রিম হোলি উদযাপন হচ্ছিল। স্থানীয় লোকজন একে অপরকে রঙ মাখাচ্ছিলেন। অশোক, বাবলু এবং কালুরাম রঙ মাখাতে এলে হংসরাজ বাধা দেন। সেই নিয়ে শুরু কথা কাটাকাটি। হতাহাতি পর্যন্ত এগোয় বচসা। তিনজন অভিযুক্ত চেপে ধরে হংসরাজকে। চলে লাথি। বেল্ট খুলে পেটাতে থাকে। ওই বেল্ট দিয়েই শ্বাসরোগ করে খুন করা হয়েছে যুবককে।

স্থানীয় যুবকের এমন নির্মম পরিণতি দেখে বিক্ষোভে নেমে পড়ে গ্রামবাসী। হংসরাজের মৃতদেহ নিয়ে বিক্ষোভ চলে। বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত এলাকায় জাতীয় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, হংসরাজের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাঁর পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি প্রদান করতে হবে। সেই সঙ্গে তিন অভিযুক্তের অবিলম্বে গ্রেফতারি এবং তাঁদের উপযুক্ত শাস্তির দাবিও সমানতালে ওঠে।