কলকাতা, ৮ এপ্রিল: তাবলিঘি জামাত (Tablighi Jamaat) নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তিনি বলেন, "রোগ জাতি-ধর্ম মানে না, রোগ কখনও হিন্দু-মুসলিম-খ্রীষ্টান দেখে হয় না। তাই তা নিয়ে রাজনীতি (communal politics) করবেন না।" তিনি বলেন, "এই জামাতে কারা কারা গেছিল, সেটি বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রকের দেখার কথা। সেটা দেখা রাজ্যের বিষয় নয়। কিন্তু যে মুহূর্তে বিষয়টি প্রকাশ্যে এসেছে, রাজ্য অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করেছে। তাঁদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।
বিরোধীদের উদ্দেশে নাম না করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্র কিংবা রাজ্য-দুই সরকারকেই কিছু নিয়মকানন মেনে চলতে হয়। কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হয়। আমি জানি, যে তথ্যটা মানুষের মনে আতঙ্ক তৈরি করবে, সেটা কেনই বা প্রকাশ্যে আনব অযথা।" তবে এরপরই একটি তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজারহাটে একটি কোয়ারান্টিন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে ২০০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১, মৃতের সংখ্যা ৫। আরও ২ জন আক্রান্তের খোঁজ মিলেছে। বেলেঘাটা আইডি হাসপাতালে এই মূহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬। তাঁদের মধ্যে তিন জন বুধবারই ছাড়া পেয়ে যাচ্ছেন। আরও ২ জনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাঁদেরও ছেড়ে দেওয়া হবে। অর্থাত্ ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন। আরও পড়ুন: Coronavirus In West Bengal: হোম কোয়ারান্টিনে থাকা এনআরএস হাসপাতালের আরও ৪০ জনের রিপোর্ট নেগেটিভ
মমতা ব্যানার্জি জানান, রাজ্যে পর্যাপ্ত হাইড্রক্সিক্লোরোকুইন রয়েছে। তিনি বলেন, "পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে। করোনা মোকাবিলায় রাজ্য তিনটি টাস্ক ফোর্স গঠন করছে। একটি স্বাস্থ্য সংক্রান্ত, এটি রিলাক্সসেশন ও রেসক্ট্রিশনের বিষয়টি দেখবে। দ্বিতীয়টি অর্থনৈতিক সংক্রান্ত ও আরও একটি এনফোর্সমেন্ট ফোর্স তৈরি করা হয়েছে। এটি হোম সেক্রেটারির অধীনে।" লকডাউন বাড়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, "শোনা যাচ্ছে মেয়াদ বৃদ্ধি হতে পারে। সর্বদল বৈঠকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে কেন্দ্রের তরফে কোনও নির্দেশ না এলে নিশ্চিত করে কিছু বলা যাবে না।"