NIA (File Photo)

ময়নার বিজেপি বিজয় ভুঁইয়া (Bijoy Bhunia) নেতাকে অপহরণ করে খুন করার অবশেষে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। জানা যাচ্ছে, পুনে থেকে গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে এনআইএ। ধৃতের নাম মোহন মণ্ডল। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ২০২৩ সালে ময়নার বিজেপি নেতা বিজয় ভুঁইয়াকে অপহরণ করে খুন করা হয়েছিল। বাকচার গোড়ামহল এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের দাবি ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বই তাঁকে ষড়যন্ত্র করে খুন করে। এই ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হলেও পরে জামিন পেয়ে যায় কয়েকজন।

তবে পুলিশি তদন্তে অসস্তুষ্ট হয়ে আদালতে দারস্থ হয় বিজয় ভুঁইয়ার পরিবার। অবশেষে তদন্তভার যায় এনআইএর কাছে। তদন্তে নেমে ৯ জনকে আগেই নিজেদের হেফাজতে নিয়ে নেয়। একবছর পর নবকুমার মণ্ডল নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। তারপর চলতি বছরে মোহন মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে অভিযুক্তের সংখ্যা বেড়ে হল ১১। এখনও বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে এনআইএ আধিকারিকরা।