আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সংসারে প্রায়শই অশান্তি চলছিল। এরমধ্যে আবার মেধাবী মেয়ে নবম থেকে দশম শ্রেণীতে উঠেছে। স্কুলে ভর্তির জন্য অনেকদিন আগেই বাবাকে বলেছিল। কিন্তু ভর্তির দিন সেই টাকা জোগাড় করতে পারেনি অসহায় বাবা। আর তাতেই দুঃখে আত্মঘাতী হল ওই ছাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning) জীবনতলা থানা এলাকায়। মৃত কিশোরীর নাম নাসিমা মোল্লা (১৪) বছর। জানা যাচ্ছে, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
মৃত্যুর কারণ
ওই এলাকার ইটখোলা হাইস্কুলে পড়ছিলেন ওই কিশোরী। বাবা ইসমাইল মোল্লা পেশায় রিকসাচালক এবং মাঝেমধ্যে সবজিও বিক্রি করতেন। কিন্তু কোনওভাবেই মেয়ের ভর্তির জন্য ৫৫০ টাকা জমা দিতে হত। শনিবার মেয়ে যখন বলছিলেন টাকা দিতে, তখন সে একদিন অপেক্ষা করতে বলেছিলেন। এই নিয়ে অশান্তিও হয়। রবিবার দুপুরে বাড়ি ফাঁকা ছিল। সেই সময় মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে উঠোনে থাকা কিটনাশক খেয়ে ফেলে। আর তারপরেই অসুস্থ হয়ে পড়ে সে।
পুলিশি তদন্ত
ঘটনার পর তড়িঘড়ি নাসিমাকে পরিবারের লোকজনেরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর চিকিৎসা চলাকালিন তাঁর মৃত্যু হয়। তারপর পুুলিশ এলে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর শোকস্তব্ধ গোটা পরিবার।