শিলিগুড়িতে (Siliguri) কর্মরত ছিলেন। ছুটি পেয়েই বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন দার্জিলিংয়ে (Darjeeling)। পাহাড় থেকে নামার সময় অসাবধানতাবশত খাদে পড়ে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের (Murshidabad) এক যুবকের। মৃত যুবকের নাম আলাহীন শেখ। বয়স বছর ১৮। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার রমনার মাঝপাড়ায়। সম্প্রতি শিলিগুড়িতে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে গিয়েছিলেন। দুইদিনের ছুটি পেতেই বন্ধুদের সঙ্গে দার্জিলিংয়ে বেরিয়ে পড়েছিলেন সে। সেখানেই ঘটে বিপত্তি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শোকস্তব্ধ গোটা পরিবার।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
জানা যাচ্ছে, দিনকয়েক আগেই ঘুরতে বেরিয়েছিল আলাহীন। শনিবার সকালে গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলেন। তারপর গাড়ি থেকে নেমে পাহাড়ের হাঁটছিলেন তাঁরা। এই ঘোরার সময়ই আচমকা পা হড়কে পড়ে যায় আলাহীন ও তাঁর কয়েকজন বন্ধুরা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, ওই যুবক ছাড়াও আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার
যুবকের মৃত্যুর খবর শনিবার বিকেলেই পেয়ে যায় আলাহীনের পরিবার। শিলিগুড়িতে পাঁচ মাস আগেই রাজমিস্ত্রির কাজের জন্য গিয়েছিল সে। মৃত যুবকের বাবা-মা শোকস্তব্ধ। দেহ ময়নাতদন্তের পর বাড়িতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।