মির্জাপুর, ৫ জানুয়ারিঃ বৃদ্ধ ঠাকুরদা এবং ঠাকুমাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল নাবালক নাতির বিরুদ্ধে। শনিবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুর জেলার রাজগড় থানার অধীনে তালার পাহাড়ি গ্রামে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি। কিশোরের কাণ্ডে শোরগোল গ্রাম জুড়ে। ঠাকুরদা এবং ঠাকুমার উপর হামলা করতে গিয়ে নিজেও আহন হয়েছে বছর ১৪-র কিশোর। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কিশোরের মানসিক অবস্থা স্থিতিশীল নয়। কুড়াল দিয়ে আসলে সে নিজেকে আঘাত করার চেষ্টা করছিল। নাতির কাণ্ড দেখে তাঁকে বাধা দিতে আসেন বৃদ্ধ ঠাকুমা হিরাবতী (৮০) এবং ঠাকুরদা পীতাম্বর (৮৫)। ক্ষিপ্ত কিশোর মেজাজ হারিয়ে কুড়াল হাতে উলটে ঠাকুমা ঠাকুরদার উপরে হামলা চালায়।
বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। নাবালক নাতির কাণ্ডে চক্ষু চড়কগাছ সকলের। তারাই খবর দেয় পুলিশে। পুলিশ এসে রক্তাক্ত দুই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। দেহ দুটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। জখম কিশোরকেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ১০৩ (খুনের শাস্তি) ধারায় মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।