কলকাতা, ৭ নভেম্বর: আকাশছোঁয়া আলু-পেঁয়াজের (Potatoes & Onion)দামে নাজেহাল সাধারণ মানুষ। তবে আকাশছোঁয়া দামে যাতে অতিরিক্ত দাম চাপানো না হয় তা দেখতেই পাইকারি বাজারে যায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আলু-পেঁয়াজের মজুতদারি রুখতে যায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। সকালে শিয়ালদহের কোলে মার্কেটে অভিযান চালান ইবি-র অফিসাররা।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার পেঁয়াজের মজুতদারি রুখতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। এরপরই কলকাতা এবং জেলার বিভিন্ন বাজারে অভিযান শুরু হয়। খুচরো বাজারে পেঁয়াজের দাম রাখতে হবে ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে। চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে সর্বোচ্চ ৪২ টাকা এবং জ্যোতি আলুর ক্ষেত্রে সর্বোচ্চ ৩৮ থেকে ৪০ টাকা দাম বেঁধে দেওয়া হয়েছে। আরও পড়ুন, দীর্ঘ সময় কোমর্বিডিটির সঙ্গে লড়াইয়ের পর চোখ খুললেন সৌমিত্র, মেয়ের চোখে হাসি
আলু-পেঁয়াজের অগ্নিমূল্যে পকেটে টান মধ্যবিত্তের। দুটি নিত্যপ্রয়োনীয় সবজির দাম বেড়ে যাওয়ায় হাতে গোনা কয়েকটি পেঁয়াজ কিনেই চলছে হেঁসেল।