Delta Air Lines flight evacuation (Photo Credits: X)

উড়ানের ঠিক আগের মুহূর্তে যাত্রী বোঝাই বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি। শেষ মুহূর্তে এসে যাত্রা বাতিল করলেন চালক। জর্জিয়ার (Georgia) আটলান্টায় (Atlanta) ডেল্টা এয়ার লাইন্সের (Delta Airlines) বিমানটি উড়ান বাতিল করে দেয়। এরপর যাত্রীদের একে একে নামিয়ে আনা হয়। ফ্লাইটের জরুরি সিঁড়ি ব্যবহার করে নেমে আসার সময়ে ৪ জন যাত্রী আহত হন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

শুক্রবার সকাল ৯টা নাগাদ হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর (Hartsfield-Jackson Atlanta International) থেকে রওনা দেওয়ার কথা ছিল ডেল্টা এয়ার লাইন্সের বিমানটির। আটলান্টা থেকে গন্তব্য ছিল মিনিয়াপলিস-সেন্ট পল। যাত্রা শুরুর পথেই পড়ল বাধা। উড়ানের কিছুক্ষণ আগেই বিমানের ইঞ্জিনে কিছু যান্ত্রিক গোলযোগ খেয়াল করেন চালক। আর তখনই যাত্রা বাতিল করে দেন তিনি। বিমানে থাকা ২০১ জন যাত্রীকে জরুরি সিঁড়ি  ব্যবহার করে নামিয়ে আনা হয়। ক্রু সদস্যদের সহায়তায় বিমান থেকে নেমে আসেন যাত্রীরা। তাড়াহুড়োর মাঝে চারজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ঘটনাস্থলেই চিকিৎসা করা হয়। একজন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিমানের জরুরি সিঁড়ি ব্যবহার করে নামতে  গিয়ে আহত ৪ যাত্রীঃ