এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী দিল্লি-সহ রাজধানী সংলগ্ন বহু এলাকা। কুয়াশার জেরে বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা কার্যত শূন্যে পৌঁছে গিয়েছে। ফলে ব্যাহত হচ্ছে বিমান ও রেল পরিষেবা। কয়েকদিন ধরেই উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চলছে। তবে রাজধানী দিল্লির আশেপাশের বহু এলাকায় শুধু ঠান্ডা নয়। সঙ্গে দোসর দূষণ। ফলে ‘ধোঁয়াশা’ তৈরি হয়েছে। যা দৃশ্যমানতাকে শূন্যে নামিয়ে আনার পাশাপাশি জনজীবনও বিপর্যস্ত করে তুলছে।
গতকাল (১০ জানুয়ারি,শুক্রবার) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা পুরোপুরি শূন্যে নেমে গিয়েছিল।যার ফলে শুক্রবার সকালে ২৯২টি বিমান ওঠা-নামায় বিলম্ব হয়েছে। বাতিল হয়েছে ৬টি বিমান। কুয়াশার জেরে ১২টি বিমানকে ভিন্ন পথে ঘোরানো হয়েছে। সব মিলিয়ে বিমান চলাচল ব্যাহত। একই সঙ্গে ব্যাহত ট্রেন চলাচলও।
কুয়াশার চাদরে সুব্রত পার্ক এলাকাঃ
#WATCH | Visibility reduced to zero as a blanket of dense fog witnessed in parts of
(Visuals from Subroto Park) pic.twitter.com/D2oxrkvaSZ
— ANI (@ANI) January 11, 2025
কুয়াশার চাদরে অক্ষরধাম এলাকাঃ
#WATCH | A dense fog envelops parts of Delhi-NCR
(Visuals from Akshardham area) pic.twitter.com/QX2BGSNOoM
— ANI (@ANI) January 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)