দিল্লিতে বেজে গেছে বিধানসভা নির্বাচনের ঘণ্টা ৷ আম আদমি পার্টি, কংগ্রেস ও বিজেপির ত্রিমুখী লড়াইয়ে জমজমাট দেশের রাজধানীর গদি দখলের লড়াই ৷ তারমধ্যেই রাজনীতির আঙিনায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাথায় গুলি লেগে মৃত্যু হল আপ বিধায়ক গুরপ্রীত গোগির। ২০২২ সালে আম আদমি পার্টিতে যোগ দিয়ে  আম আদমি পার্টির নেতা গোগি গত বিধানসভা নির্বাচনে দু’বারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভারত ভূষণ আশুকে লুধিয়ানা পশ্চিম থেকে হারিয়ে বিধায়ক হন ৷

সংবাদমাধ্যম সূত্রে খবর শুক্রবার গভীর রাতে তাঁর মাথায় গুলি লেগেছিল ৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ হাসপাতাল সূত্রে খবর, গুলির ক্ষতস্থানে সংক্রমণের কারণে তাঁর মৃত্যু হয়েছে ৷ পরিবারের দাবি, নিজেই ‘ভুলবশত’ নিজের মাথায় গুলি করেন গুরপ্রীত ৷ যদিও আপ বিধায়কের মৃ্ত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷

ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) জসকরণ সিং তেজা বলেন, ‘ঘটনাটি শুক্রবার মধ্যরাতে ঘটেছে ৷ তাঁকে ডিএমসি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ তদন্ত চলছে ৷’

ডি এম সি হাসপাতালের বাইরের দৃশ্যঃ

মাথায় গুলি লেগে মৃত্যু আপ বিধায়ক গুরপ্রীত গোগিরঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)