দার্জিলিং লোকসভা কেন্দ্রে শেষ পর্যন্ত মুনিশ তামাং (Munish Tamang)-কেই প্রার্থী করল কংগ্রেস। বামেদের সমর্থনে পাহাড়ে লড়বেন দার্জিলিংয়ের ভূমিপুত্র অধ্যাপক মুনিশ তামাং। এবার দার্জিলিংয়ে চতুর্মুখি লড়াই-বিদায়ি সাংসদ রাজু বিস্তা বিজেপির প্রার্থী, প্রাক্তন আমলা গোপাল লামা লড়বেন তৃণমূলের টিকিটে, নির্দল হিসেবে দাঁড়িয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার শৈলশহরের লোকসভা ভোটে কংগ্রেস দাঁড় করালো মুনিশ তামাং-কে। রাজু বিস্তা ভূমিপুত্র নন বলে পাহাড়ে স্থানীয় বিজেপি নেতাদের মধ্যে তাঁকে ফের টিকিট দেওয়া নিয়ে ক্ষোভ রয়েছে। ভূমিপুত্র মুনিশ এবার রাজু-র বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগাতে নামবেন।
পাহাড়ের রাজনীতিতে নয়া শক্তি হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডের প্রস্তাবে সায় দিয়ে মুনিশকেই হাত চিহ্নে দাঁড় করালো এআইসিসি। দীর্ঘদিন ধরেই পৃথক গোর্খাল্যান্ড গঠনে সক্রিয় ভূমিকা নেওয়া মুনিশ। দার্জিলিংয়ের অন্তত তিনটি বিধানসভা থেকে ভাল ভোট পাবেন বলে আশা করছে কংগ্রেস নেতৃত্ব। আর শিলিগুড়িতে বামেরা ঠিক মত পাশে দাঁড়ালে মুনিশের সাংসদ হওয়া অ্রপ্রত্যাশিত হবে বলেই মনে করছে দল।
দেখুন টুইট
I thank the @INCIndia and its leadership for trusting me with this huge responsibility #Darjeeling will reject the politics of corruption, oppression, and lies.
Will now be among the people.
People of Darjeeling will win! pic.twitter.com/8j6mMSn4wY
— munish tamang (@munishtamang) April 2, 2024
তবে মুনিশকে প্রার্থী হিসেবে মেনে নেননি সম্প্রতি কংগ্রেসে যোগ দেওয়া পাহাড়ের বড় নেতা বিনয় তামাং। মুনিশের সরাসরি বিরোধিতা করে বিনয় তামাংয়ের গলায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ধরা পড়েছে। ২০০৪ লোকসভা নির্বাচনে শেষবার দার্জিলিং লোকসভায় জিতেছিল কংগ্রেস। দাবা নারবুলা সেই লোকসভা ভোটে সিপিআইএমের মোনি থাপা-কে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। এরপর পাহাড়ের রাজনীতির মানচিত্র পুরোপুরি বদলে গিয়েছে। পৃথক গোর্খাল্যান্ড আন্দোলনে মাথাচাড়া দেওয়ার পর বিমল গুরুংই গত দুটি লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা নির্বাচনের ভাগ্য গড়ে দিয়েছেন। গত তিনটি লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে বিজেপি জিতে এসেছে। ২০০৯ লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে জেতেন যশবন্ত সিং, ২০১৪-এ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও ২০১৯-ভোটে রাজু বিস্তা। প্রতিবারই বিজেপির প্রতিপক্ষরা একেবারে উড়ে যান। তবে এবার লড়াই জমজমাট। যদিও বিমল গুরুং এবারও বিজেপি প্রার্থীকেই সমর্থন করেছেন। যদিও গুরুংয়ের জনপ্রিয়তা আর তেমন বড় মাপের নেই।
আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচনে ভোটগ্রহণ হবে। দার্জিলিংয়ের সঙ্গে রায়গঞ্জ ও বালুরঘাটেও ভোট হবে।