প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

জাতীয় সড়কের ওপর নিত্যদিনই চলে বাইক রেস। তবে বৃহস্পতিবার রাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাইকে ধাক্কা লেগে মৃত্যু হল পথচারী মহিলার। এদিন ঘটনাটি ঘটেছে বারাসতের (Barasat) নোয়াপাড়া এলাকায়। ঘটনার পর দফায় দফায় ওই এলাকায় হয় বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামেশাই ওই এলাকায় মদ্যপ যুবকরা বাইক নিয়ে রেস করেন। আগেও পুলিশে জানানো হয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। সেই কারণে এদিন জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বারাসতের নোয়াপাড়ায় ঘটে দুর্ঘটনা

জানা যাচ্ছে, এদিন রাতের দিকে দত্তপুকুর মণ্ডলগাছির বাসিন্দা অসীমা দাস বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই রাস্তায় বাইক রেস করছিল কয়েকজন যুবক। তাঁদের মধ্যে একজন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই মহিলাকে। বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মহিলা। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় স্থানীয় কয়েকজন ওই বাইকারদের পিছু ধাওয়া করে একজনকে ধরে ফেলে।

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা

এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়া আটক হওয়া যুবককেও পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তারপরেই জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকাবাসীরা। আটক হওয়া বাইকটিও জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ফলে ঘটনাস্থলে বারাসত থানা থেকে আসে বিরাট পুলিশ বাহিনী। দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে তুলে নেওয়া হয় বিক্ষোভ।