রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন (Photo: Wikimedia Commons)

কলকাতা, ১৫ মার্চ: রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে (Rabindra Sarobar Metro Station) আত্মহত্যা (Suicide) এক ব্যক্তির। আপ লাইনে ঝাঁপ মারেন তিনি। আজ সকাল ১০.৩৮ নাগাদ ঘটনাটি ঘটেছে। ছুটির দিন সকালে স্টেশন ফাঁকা থাকায় এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনাস্থানেই মৃত্যু হয়েছে ব্যক্তির। ঘটনায় স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয় পরিষেবা। ব্যক্তির বয়স বা পরিচয় কিছুই এখনও জানা যায়নি।

মেট্রো সূত্রে খবর, আজ সকাল ১০.৩৫-এ ট্রেনটি প্লাটফর্মে ঢুকতেই ঝাঁপ দেন ওই ব্যক্তি। বিপদ বুঝতে পেরে চালক আপৎকালীন ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। রেল লাইনে দেহ আটকে থাকে। দেহ উদ্ধার করার কাজ শুরু হতেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দমদম থেকে ময়দান ও যতীন দাস পার্ক থেকে কবি সুভাষ লাইনে মেট্রো চালানো হয়। আরও পড়ুন: Coronavirus Scare: করোনাভাইরাস সংক্রমণ রুখতে এসি ট্রেনে বন্ধ করা হল কম্বল ও পর্দার ব্যবহার

আত্মঘাতী হওয়ার চেষ্টা রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro)। কোনও যাত্রী যাতে প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দিতে না পারেন তার জন্য স্ক্রিন ডোরের ব্যবস্থা রয়েছে। কিন্তু কবি সুভাষ থেকে দমদম বা নোয়াপাড়াগামী মেট্রোয় এখনও আত্মহত্যার চেষ্টা রোখা সম্ভব হচ্ছে না।