পিছিয়ে গেল আরজি কর (RG Kar Medical College and Hospital) দুর্নীতি মামলায় চার্জগঠনের সময়সীমা। আগামী শুক্রবার আবারও এই মামলার শুনানি হবে সকাল সাড়ে ১০টা নাগাদ। এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আগেই সন্দীপ ঘোষ, আশিষ পাণ্ডে. সুমন হাজরারা আদলতে আবেদন করেছিলেন। আগামীকাল প্রথমে সেই মামলার শুনানি হবে, তারপর চার্জগঠন হবে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা গিয়েছিল। সেখানেই বিচারপতি বাগচি বলেন, দ্রুত বিচার করে এই মামলাকে কবরে পাঠাতে চান না্। ফলে আগামীকালই চার্জগঠনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান বিচারপতিরা।
পিছিয়ে গেল চার্জগঠনের সময়সীমা
এর আগে একাধিকবার এই মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আবেদন করেছিলেন সন্দীপ সহ তিন অভিযুক্ত। কিন্তু প্রতিবারই তা খারিজ হয়। সেই কারণেই এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন সন্দীপরা। আর এই মামলার কারণেই এদিন পিছিয়ে গেল চার্জ গঠনের সময়সীমা। এদিন ডিভিশ বেঞের বিচারপতি জানান, অভিযুক্তদের গ্রহণযোগ্য সময় দেওয়ার প্রয়োজন।
ফেব্রুয়ারিতেই নথি পেয়েছিল অভিযুক্তের আইনজীবী
বিচারপতি বাগচির পর্যবেক্ষণ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি অভিযুক্তরা এবং তাঁর আইনজীবী এই মামলার সমস্ত নথি সিবিআইয়ের কাজ পেয়েছিল। এরপর ৪ ফেব্রুয়ারি চার্জগঠনের দিন ধার্য করা হয়েছিল। সেটাই পেছনোর কথা বলে উচ্চ আদালত।