ভারতীয় রেল। Image used for representational purpose | (Photo Credits: PTI)

কলকাতা, ১৫ মার্চ: দক্ষিণ-পূর্ব রেলওয়ে (এসইআর) (SER) এবং পূর্ব উপকূল রেলওয়ে (ইসিওআর) শনিবার জানায়, তারা করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে সমস্ত ট্রেনের (Train) শীতাতপ নিয়ন্ত্রিত (AC) কোচগুলিতে কম্বল (Blanket) এবং পর্দার ব্যবহার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসি কোচের তাপমাত্রা যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে যাতে যাত্রীদের কম্বলের প্রয়োজন না হয়, SER -র মুখপাত্র সঞ্জয় ঘোষ কলকাতায় এদিন এই ঘোষণা করেন।

তবে কেউ অনুরোধ করলে তাকে দেওয়া হতে পারে। তিনি আরও বলেন, যাত্রীদের কম্বল দেওয়া এবং পর্দা অবিলম্বে বন্ধ করা হচ্ছে এবং পরবর্তী আদেশ অবধি অব্যাহত থাকবে। ভুবনেশ্বরে, ECoR একটি বিবৃতি জানিয়েছে যে, করোনভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসাবে এসি কোচে কম্বল এবং পর্দা সরবরাহ করা হবে না। আরও পড়ুন, করোনাভাইরাস পরীক্ষায় নেতিবাচক রিপোর্ট, স্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কোচ এবং টয়লেটগুলি পরিষ্কার রাখার ওপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইসিওআর বিবৃতিতে বলা হয়েছে, রেলওয়ে স্টেশন, ট্রেন ও হাসপাতালে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে কোভিড -১৯ রোগের সচেতনতা তৈরির একটি অভিযানও চলছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সিল করা হল বাংলাদেশ সীমান্ত। ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হল মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস।