আশ্বিনের সকালে হাঁসফাঁস করা ভ্যাপসা গরম। বোঝা দায় গরমকাল না শরৎকাল! তারই মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যেই নতুন করে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ!বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।উত্তরবঙ্গের আট জেলাতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পঙে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি ছয় জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)-র জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি ছয় জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে দুই ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলী, পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া উপকূলে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Increase in rainfall/thunderstorm activity over some districts of West Bengal during 3rd to 5th Oct,2024 pic.twitter.com/YSGDFqXPcV
— IMD Kolkata (@ImdKolkata) October 3, 2024