সাতসকালে চাষের জমি থেকে উদ্ধার হল এক মহিলার অর্ধদ্বগ্ধ নগ্ন দেহ। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙায় (Amdanga)। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদিও মহিলার নাম পরিচয় কিছুই জানা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আমডাঙায় উদ্ধার মহিলার দেহ
জানা যাচ্ছে. এদিন সকালে হরিশচন্দ্রপুরের শশীপুরে একটি চাষের জমিতে প্রথম চাষীরাই দেহটি দেখতে পায়। তারপর তাঁরাই আমডাঙা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহটি আধপোড়া অবস্থায় পড়ে ছিল। প্রাথমিকভাবে পুলিশের দাবি, মহিলাকে যাতে কেউ চিনতে না পারে সেই কারণেই তাঁর দেহ পোড়ানো হয়েছে। তবে মহিলাটি ধর্ষণের শিকার কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পুলিশের অনুমান, রাতের অন্ধকারে ফাঁকা জমি দেখেই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে সে জীবিত অবস্থায় থাকাকালীন পোড়ানো হয়েছে, নাকি প্রথমে খুন করে পরে দেহ লোপাটের জন্য পোড়ানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এমনকী ওই এলাকাতে এনেই তাঁকে খুন করা হয়েছে কিনা, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। এমনকী ঘটনাটি ভালোভাবে তদন্ত করার জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে পুলিশ কুকুদেরও।