কলকাতা, ৪ জানুয়ারি: পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সাজছে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। রঙিন আলোয় সাজানো হচ্ছে ব্রিটিশ আমেল তৈরি এই ব্রিজকে। এলইডি আলোয় আরও মোহময়ী করে তোলা হবে রবীন্দ্র সেতুকে৷ লাল, গোলপি, হলুদ, নীল ও সবুজ রঙের আলো ব্যবহার করা হয়েছে৷ সেতুর আলোর রং নির্দিষ্ট সময় অন্তর বদলে যাবে৷ বিশেষ বিশেষ দিনে আলাদা রঙের আলো দেখা যাবে৷
নিউজ ১৮ বাংলার খবর অনুযায়ী, বিশ্বের বিখ্যাত সেতুর গায়ে আলোর মালার টানে ছুটে যান যান পর্যটকরা। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ (Sydney Harbour Bridge), আমেরিকার সান ফ্রান্সিস্কো ব্রিজ (Golden Gate Bridge), জর্জ ওয়াশিংটন ব্রিজ (George Washington Bridge) সেগুলির মধ্যে অন্যতম। পাল্লা দিচ্ছে চিনের হুনানে তৈরি নতুন সেতুও। হাওড়া ব্রিজও একইভাবে আলোয় মালায় সেজেছে৷ এলইডি আলোয় ব্রিজ সেজে উঠেছে ব্রিজ৷ আরও পড়ুন: Jadavpur University: ১৯ ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট
হাওড়া ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে মূলত কলকাতা পোর্ট ট্রাস্টের। প্রায় ১২ কোটি টাকায় সেতু সাজিয়েছে কেন্দ্রীয় সরকারি এই সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নতুন সাজে ব্রিজের উদ্বোধন হবে। ২০০৬ সালে প্রথমবার সোডিয়াম ভেপারের আলোয় হাওড়া ব্রিজ সাজিয়ে তোলা হয়। নতুন মেকওভারের পর ব্রিজের আকর্ষণ আরও বাড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে মাত্র ৭ বছরে তৈরি হয় হাওড়া ব্রিজ। দশগুণ বেশি ভার সহ্য করার ক্ষমতা রেখেই ব্রিজের পরিকল্পনা হয়েছিল। তাই ২০২০ সালেও হাওড়া ব্রিজের মাধ্যমেও দুই শহরের সেতুবন্ধন।