প্রতীকী ছবি (. (Photo Credits: Pixabay))

নয়াদিল্লিঃ ভালবেসে(Love) প্রেমিকাকে(Girl Friend) দামী মোবাইল ফোন(Mobile Phone), ঘড়ি, টাকাপয়সায় মুড়ে রেখেছিলেন। কিন্তু তাতেও খুশি নন প্রেমিকা। সম্পর্কে টানাপড়েনের সৃষ্টি হতেই পুলিশের দ্বারস্থ 'অসহায়' প্রেমিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। অভিযোগকারীর নাম বিবেক শুক্লা। পেশায় হোটেল ব্যবসায়ী। তাঁর অভিযোগ, সম্পর্কে থাকাকালীন প্রেমিকা তাঁর থেকে মোট ৮০ লক্ষ টাকা নিয়েছেন। আইফোন, দামী ঘড়ি, ব্যাগ জুতো, নগদ থেকে সমস্ত দিতে হয়েছিল তাঁকে। কিন্তু তারপরও সম্পর্কে খুশি ছিলেন না তিনি। যদিও এই অভিযোগের সপক্ষে সমস্ত ব্যাঙ্কের নথি পেশ করেন অভিযোগকারী ওই যুবক। সমস্ত নথি খতিয়ে দেখে ওই তরুণীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

প্রেমিকের থেকে ৮০ লক্ষ টাকা হাতালেন প্রেমিকা

তদন্তে নেমে জানা গিয়েছে, ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন বিবেক। তখনই এই তরুণীর সঙ্গে আলাপ। অভিযুক্ত তরুণীর কাকা বিধায়ক হওয়ায় রাজনীতিতে বিবেককে পাকাপাকি জায়গা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই যুবতী। অভিযোগ, সেই প্রতিশ্রুতি দিয়েই বিবেকের থেকে লক্ষাধিক টাকা নেয় ওই তরুণী ও তাঁর পরিবার। কিন্তু ধীরে ধীরে বিবেক বুঝতে পারেন তিনি বড়সড় ফাঁদে পা দিয়েছেম। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত ওই তরুণীকে গ্রেফতার করা হয়নি।

প্রেমিকের থেকে ৮০ লক্ষ টাকা নগদসহ উপহার নিয়ে প্রতারণা, পুলিশের দ্বারস্থ প্রেমিক