Representational Image (Photo: Pixabay)

বুধবার মধ্যরাতে হাওড়ায় (Howrah) চলল গুলি। আর সেই গুলিতে আহত হলেন চণ্ডীপুর থানার আইসি। জানা যাচ্ছে, নিজের গায়ে নিজেই গুলি চালিয়েছেন পুলিশ আধিকারিক জয়ন্ত পাল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোলও। বর্তমানে সে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় হাওড়ার সাঁকড়াইলের বাসিন্দা এক মহিলা ও দুই যুবক সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বান্ধবী সঙ্গে প্রচুর টাকার কেনাকাটা নিয়ে বচসা বাধে। আর সেই কারণেই রাগের মাথায় নিজের হাতে গুলি চালান জয়ন্ত।

বান্ধবীর কেনাকাটা নিয়ে অশান্তি

জানা যাচ্ছে, এদিন রাত ১১টার কিছুটা পরে পুলিশ আধিকারিকের নীল রঙের একটি গাড়ি মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের ঘোষপাড়ায় গৌড়িয় মঠ পেট্রল পাম্পের সামনে এসে দাঁড়ায়। সেই সময় গাড়ির মধ্যে তিনি আর তাঁর বান্ধবী ছিলেন। সূত্রের খবর, সন্দেহভাজন মহিলা সেদিনই একটি শপিং মল থেকে কমপক্ষে ২৮-৩০ হাজার টাকার জিনিস কেনেন। সেই নিয়ে তীব্র অশান্ত হয়।

গলির মধ্যে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক

তারপরেই গাড়ি থেকে বেরিয়ে ঝামেলা শুরু করেন। সেই সময় পেছন থেকে আরেকটি গাড়ি আসে। সেখান থেকে দুই যুবক বেরিয়ে তাঁকে থামানোর চেষ্টা করেন। তখন সে উল্টোদিকের গলিতে ছুটে যান। সেখানেই গুলির আওয়াজ পাওয়া যায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যাঁটরা ও শিবপুর থানার পুলিশ। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁর হাত থেকে গুলিও বের করেছেন চিকিৎসকরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, এরজন্য একটি বিশেষ টিমও গঠন করা হয়েছে। যাঁরা রিপোর্ট দেবেন হুগলি গ্রামীণ পুলিশকে।