প্রতীকী ছবি (Photo Credit: X)

২৭টি ব্যাঙ্ক থেকে দীর্ঘদিন ধরেই কোটি কোটি টাকা তুলেছেন। অথচ ফেরত দেননি কোনও টাকা। আর সেই কারণেই মঙ্গলবার সকাল থেকে বাংলার এক ইস্পাত ব্যবসায়ীর বাড়ি সহ ৮টি জায়গায় হানা দেয় ইডি (Enforcement Directorate)। তারপরেই গ্রেফতার করা হল তাঁকে। জানা যাচ্ছেে, একাধিক ব্যাঙ্ক থেকে মোট ৬ হাজার ২০০ কোটি টাকা হাতিয়েছেন তিনি। জানা যাচ্ছে, গড়িয়াহাট, হাওড়া, হুগলী ও দমদম ক্যান্টনমেন্টের মোট ৮টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। সূত্রের খবর, বুধবার তাঁকে সকাল থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করেছিল ইডি, আর সেই জেরাতেই একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই এদিন তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০২২ সাল থেকে ব্যাঙ্ক জালিয়াতির তদন্ত শুরু করেছিল ইডি। আধিকারিকদের নজরে রয়েছে একাধিক বড় মাপের ব্যবসায়ী। যার মধ্যে অন্যতম ছিলেন এই ইস্পাত ব্যবসায়ী। গতকাল থেকে গড়িয়াহাটের এসপি মুখার্জি রোডের কাছে বাড়িটি, ক্যান্টনমেন্টে এলাকার গোড়াবাজারে অবস্থিত বাড়ি, হুগলির বৈদ্যবাটির চ্যাটার্জিপাড়া, হাওড়ার বেলুড়ে বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। তারপরেই গ্রেফতার হলেন ওই ব্যবসায়ী।

ইডির অভিযোগ, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মোটা পরিমাণের টাকা নিয়েছিলেন। যা তিনি শোধ করতে পারেননি। আর তারপরেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় ইডি। অন্যদিকে সিবিআইও এই ঘটনার মামলা চালাচ্ছে।