Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

আলিপুরদুয়ারের (Alipurduar) যৌনপল্লীতে আচমকাই বন্দুকবাজের হামলা। মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ এক ষাটোর্ধ্ব মহিলার ওপর পেছন থেকে হামলা চালায় এক ব্যক্তি। পুলিশসূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে মাথার পেছন লক্ষ্য করে গুলি চালায় সে। আর সেই গুলিতেই মৃত্যু হয় ওই মহিলার। জানা যাচ্ছে, স্থানীয় একটি চায়ের দোকানে এদিন বসেছিলেন কৌশলা মাহাতো। আর তাতেই মৃত্যু হয় ওই মহিলার। এরপর ক্ষুব্ধ বাসিন্দারা তাঁদের পিছু ধাওয়া করে। ভয় দেখাতে আবার গুলি ছোড়ে ওই ব্যক্তি। তাতে আবার জখম হয় রবি দাস নামে বছর পনেরোর এক কিশোর।

তাতে জনতা আরও ক্ষুব্ধ হয়ে আততায়ীকে ধরে ফেলে। আর তারপরেই শুরু হয় গনপিঁটুনি। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার তদন্তে নেমে কালঘাম ছোটে আলিপুরদুয়ার পুলিশের। প্রথমদিকে অভিযুক্তের নাম, পরিচয় না জানলেও পরে জানা যায় ১ নম্বর ওয়ার্ডের পাতলাখাওয়া এলাকার বাসিন্দা বছর ৩৪-এর বিশ্বদীপ সাহা। যদিও সে কেন ওই মহিলার ওপর গুলি চালাল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে যে ঘটনার দিন বিশ্বদীপ ছাড়াও আরও দুই ব্যক্তি বাইকে ছিল। তবে কেন সে গুলি চালাল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ খতিয়ে দেখেছে যে অভিযুক্ত কোনও সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত নন এবং তাঁর নামে কোনও পুলিশি রেকর্ড নেই বলেও খবর। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকায় দীর্ঘদিনের বাসিন্দা বিশ্বদীপ। আপাত শান্ত স্বভাবের এই ছেলে কেন হঠাৎ হামলা চালাল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।