Cyclone Yaas Update: দিঘা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে য়াস, ১০টাতেই ল্যান্ডফল
আছড়ে পড়ার আগে বিপর্যস্ত ভদ্রক (Photo Credits: ANI)

কলকাতা, ২৬ মে: প্রবল বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় য়াস (Cyclone Yaas)৷ এই মুহূর্তে দিঘা থেকে ৯০ কিলোমিটার দূরে তার অবস্থান৷ ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগোচ্ছে য়াস৷  সকাল দশটা নাগাদ ওড়িশার ভদ্রক জেলার ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে তার আছড়ে পড়ার কথা৷ এই মুহূর্তে ধামড়া থেকে ৪০ কিলোমিটার দূরে ফুঁসছে য়াস৷ বালেশ্বর থেকে তার দূরত্ব ৯০ কিলোমিটার৷ তবে আছড়ে পড়ার আগেই দাপট দেখাতে শুরু করেছে য়াস৷ ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে গতকাল থেকেই চলছে ভারী বর্ষণ৷ রাত থেকে শুরু হয়েছে ঝড়৷ মেঘে ঢাকা আকাশে ঝড়ের চেহারা দেখেই সকাল হয়েছে৷ ইতিমধ্যেই বালেশ্বর, পারাদ্বীপে তাণ্ডব শুরু হয়েছে৷

মূলত দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া হুগলিতে ঝড়ের সঙ্গে চলছে ভারী বর্ষণ৷   তবে অতিভারী বর্ষণের তালিকায় রয়েছে পূর্বমেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া৷   আগামী কাল বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে রাজ্যজুড়ে৷ আবহাওয়ার পূর্বাবাস অন্তত তেমনটাই বলছে৷ য়াসের প্রভাবে গতকাল রাত থেকেই সুন্দরবন লাগোয়া অঞ্চলে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় স্থানীয় গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ বেশ কয়েকটি নদীবাঁধ ভেঙে পড়ার উপক্রম হয়েছে৷ সন্দেশখালি, ন্যাজাট এলাকা জলমগ্ন হওয়া শুধু সময়ের অপেক্ষা৷ মৌসুনি দ্বীপে জল ঢুকেছে৷   কাকদ্বীপ, বকখালি, সাগর ফুঁসছে জল৷ ফ্রেজারগঞ্জে উত্তাল সমুদ্র৷ প্রশাসন ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকার ৩ লক্ষ বাসিন্দাকে নিরাপদ জায়গায় নিয়ে গেছে৷  আরও পড়ুন-Cyclone Yaas: য়াসের গর্জন, দিঘা থেকে ২৪০ কিলোমিটার দূরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

য়াস মোকাবিলায় সম্পূর্ণভাবে তৈরি পশ্চিমবঙ্গ সরকার৷ প্রশাসনের তরফে যাবতীয় সচেতনতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ যেকোনও রকম বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে কেন্দ্র ও রাজ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ নবান্ন থেকে ঝড়ের গতিবিধি মনিটরিং করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷