বিগত কয়েকদিন ধরে টানা অশান্তির পর বর্তমানে কিছুটা শান্ত রয়েছে সুতি, জঙ্গিপুর, সামশেরগঞ্জের মতো এলাকা। এরমধ্যেই বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর, এই বৈঠকে ওঠে মুর্শিদাবাদ, ওয়াকফ সংশোধনী আইন প্রসঙ্গ। এমনকী দিল্লিতে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।  অন্যদিকে এই বৈঠক নিয়ে সমালোচনা শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

দিল্লিতে প্রতিবাদ করার পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী

এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "যাঁরা বৈঠকে ছিলেন, তাঁরা সকলেই দাঙ্গা করিয়েছেন। মোথাবাড়ি থেকে সামশেরগঞ্জ, ফারাক্কা সব জায়গাই অশান্ত করেছেন। আর এই দাঙ্গাবাজদের বাহবা দেওয়ার জন্য আজকেই এই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। ওদের মমতা বন্দ্যোপাধ্যায় উস্কাচ্ছেন যে দিল্লিতে গিয়ে বনধ্ করো। এই দিল্লি যেতে গেলে তো উত্তরপ্রদেশ, বিহার হয়ে যেতে হবে। নিতিশ কুমার, যোগী আদিত্যনাথদের রাজ্যে মমতা নেই"।

দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য

যদিও নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আন্দোলনটা এখানে করে লাভ নেই। দিল্লিতে করুন। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর থেকে সময় চান, রাষ্ট্রপতির কাছে সময় চান। আপনারা সংগঠনের পক্ষ থেকে যোগাযোগ করুন। দরকার হলে ট্রেনে যান, দরকার হলে প্লেনে যান। ওখানে গিয়ে প্রতিবাদ করুন"।