বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে তার ইনস্টা একাউন্টে ছবি দিয়ে রিল শেয়ার করেছেন অভিনেত্রী আভা পল। আভা ছিলেন তার প্রিয় বন্ধু আয়েশা ডোয়রাহ-র জন্মদিনের পার্টিতে। সেখানে বিভিন্ন পোশাকে বন্ধুর সাথে ছবি পোস্ট করেছেন। কখনো শাড়িতে কখনো বা আধুনিক পোশাকে। একদিকে গ্ল্যামার অন্য দিকের তার শরীরে ভাষা ফুটে উঠেছে ছবির মধ্যে। সাদা সোনালী শাড়িতে আভা পল। ছবিতে বন্ধুত্বের খুনসুটি থেকে মজা আনন্দ সবই ফুটে উঠেছে। এই হৃদয়ের গান হিসেবে ব্যবহার করেছেন সদু এস তেওয়ারির কন্ঠে গাওয়া হ্যাপি বার্থডে টু ইউ গানটি।
আধুনিক হোক বা ভারতীয়, সাজ যেমনই হোক বোল্ড হট ও সেক্সি লুকের জন্য জনপ্রিয় আভা পল। সোশ্যাল মিডিয়াতেও হট ও সেক্সি লুকের জন্যই খুব জনপ্রিয় আভা। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায় আভাকে। নিয়মিত নতুন নতুন লুকের ছবি এবং ভিডিও শেয়ার করেন তিনি। সাধারণত আধুনিক লুকে দেখতে পাওয়া গেলেও বিভিন্ন উৎসব বা ফটোশুটের জন্য ভারতীয় সাজেও দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে।
আভার এই সাজ ও সৌন্দর্য দেখে চোখ সরাতে পারছে না ভক্তরা। অভিনেত্রী আভা পল সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও পোস্ট করলেই খুব সহজেই তা ভাইরাল হয়ে যায়, তার প্রতিটি পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা।
ট্রিপল এক্স এবং গন্দি বাতের মতো ওয়েব সিরিজ থেকে জনপ্রিয়তা অর্জন করে অভিনেত্রী আভা পল। ওয়েব সিরিজের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হওয়ায় অ্যাক্টিভ থাকতেও দেখা যায় আভাকে। ২০১৩ সালে কামসূত্র থ্রিডি ছবিতে প্রথমবার দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রী আভাকে। এছাড়া গন্দি বাত এবং ট্রিপল এক্সের মতো ওয়েব সিরিজেও বোল্ড চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। সাধারণত বোল্ড লুকের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে আভা। তাই সোশ্যাল মিডিয়াতেও বেশিরভাগ সময় বোল্ড লুকেই দেখতে পাওয়া যায় আভাকে। অভিনেত্রী আভা পল তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সাধারণত পোস্ট করেন ফ্যাশন সম্পর্কিত ছবি, রিল বা ভিডিও এবং তার যেকোনও পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা।