Delhi Dwarka Court Receives Bomb Threat: Photo Credits: Instagram)

নয়াদিল্লি, ১৬ এপ্রিলঃ দিল্লির দ্বারকা আদালতে (Delhi Dwarka Court) বোমা হামলার হুমকি। বুধবার সকালে আদালত খোলার কিছুক্ষণের মধ্যেই হুমকি ইমেলটি চোখে পড়ে আদালত কর্তৃপক্ষের। আতঙ্কে কী করবেন বুঝতে না পেরে তৎক্ষণাৎ কর্তৃপক্ষ খবর দেয় পুলিশে। পুলিশ বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছেছে দিল্লির দ্বারকা আদালতে।

পুলিশ জানাচ্ছে, সকাল ১০টা ৪৫ নাগাদ একটি পিসিআর কল আসে তাঁদের কাছে। দিল্লির দ্বারকা আদালত থেকে আসা ওই ফোনে বোমা হামলার হুমকি (Bomb Threat) ইমেলের বিষয়টা জানানো হয় পুলিশকে। তৎক্ষণাৎ বাহিনী নিয়ে রওনা দেয় পুলিশ। আনা হয় বোমা নিষ্ক্রিয়কারী দল। আদালতে বোমা রয়েছে সেই খবর ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি কাণ্ড বেধে যায়। আতঙ্কে এদিক ওদিকে ছোটাছুটি শুরু করে আইনজীবী থেকে শুরু করে আদালতে আনা মানুষজন। জননিরাপত্তার কথা বিবেচনা করে এদিনের জন্যে বন্ধ রাখা হয়েছে কোর্ট। খালি করা হয় আদালত চত্বর। গোটা আদালত প্রাঙ্গণ জুড়ে চুরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। বোমা খুঁজে বের করার জন্যে আনা হয়েছে স্নিফার ডগ। যদিও দুপুর অবধি সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানাচ্ছে পুলিশ।

দিল্লির দ্বারকা আদালতে বোমা হামলার হুমকি:

আতঙ্কিত না হয়ে এই পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার জন্যে অনুরোধ করছে পুলিশ। পাশাপাশি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আদালত চত্বর এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। জানা যাচ্ছে, দিল্লির দ্বারকা আদালতে বোমা হামলার হুমকি ইমেলটি মঙ্গলবার রাত ৯টার দিকে এসেছিল। বুধবার সকালে তা চোখে পড়ে আদালত কর্তৃপক্ষের।