একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন ডিবিসি না জানিয়ে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি হয়েছে বিভিন্ন জেলায়, অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে গত ১৭ সেপ্টেম্বরের একটি বিজ্ঞপ্তির কপি ফাঁস হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিআরআরসি ও সিডব্লিউসি জানিয়েছে পাঞ্চেত ও মাইথন আবহাওয়ার কারণে জলস্তর প্রতিনিয়ত বাড়ছে। সেই কারণে ১৭ সেপ্টেম্বর থেকে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হবে। ফলে পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং ওই মেমো কোনটা সত্যি। এই প্রশ্নের উত্তর খুঁজতে আদালতের দারস্থ প্রদেশ কংগ্রেস।

বুধবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, রাজ্য়ের ৮-৯টি জেলায় বন্যা পরিস্থিতি হয়েছে। আমরা সেই ক্ষতিগ্রস্থ এলাকাগুলি থেকে ঘুরে এসেছি। লক্ষাধিক মানুষ বন্যার কারণে ভুক্তোভোগী হয়েছেন। অনেকে ত্রাণ শিবিরেও জায়গা পাচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসির কারণে এই সমস্যা হচ্ছে। আবার রাজ্য দফতরের নথি বলছে অন্যকথা। যে কারণে সকলে একটি ভ্রান্তির মধ্যে রয়েছে। কেউ বুঝতে পারছেন না, কার অবহেলার কারণে বাংলায় এই বন্যা হয়েছে। এই প্রশ্নের উত্তর প্রয়োজন, তাই আমরা আদালতের দারস্থ হয়েছি।