Suvendu Adhikari (Photo Credit: ANI/Twitter)

মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে মালদার মোথাবাড়িতে হিন্দুদের দোকান - বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দদু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখে অনুরোধ করেছেন যে তিনি যেন পশ্চিমবঙ্গ সরকারকে "সনাতানি হিন্দুদের সুরক্ষার জন্য" মালদা জেলার মোথাবাড়িতে সিএপিএফ মোতায়েন করার নির্দেশ দেন।

 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলছেন । মালদহ জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুঠ করা হয়েছে। মূল রাস্তা দখল করে জেহাদিরা যথেচ্ছাচারে কি ভাবে গাড়ি ভাঙচুর করছে দেখুন। জেহাদিদের সামনে পড়ে 'নিধিরাম সর্দারের' ভূমিকায় অবতীর্ণ হওয়া মমতা পুলিশ কে দেখুন, হাত জোড় করে যেনো করুণা প্রার্থনা করছে ! সংখ্যালঘু তোষণ করতে করতে গ্রেটার বাংলাদেশের ব্লু প্রিন্ট ক্রমশ বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে তোলামূল সরকার।

তবে আমিও প্রতিজ্ঞা করলাম, এর শেষ দেখে ছাড়বো। আইনি পথে যেমন হাওড়া, শ্রীরামপুর, ডালখোলা, খিদিরপুর, রিষড়া, মোমিনপুরের জেহাদিদের বাগে এনেছি ঠিক একই ভাবে এদের কেও শিক্ষা দেবো