Anurag Thakur: সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে শহরে অনুরাগ ঠাকুর, বহিরাগত ইস্যুতে তোপ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর
সৌরভ গাঙ্গুলি। (Photo Credits: Twitter @SGanguly99)

কলকাতা, ৪ জানুয়ারি: সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) শারীরিক অবস্থার খোঁজ নিতে কলকাতায় এলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। সোমবার সকালেও শহরে এসে পৌঁছন তিনি। শহরে এসেই বহিরাগত ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। কলকাতা বিমানবন্দরে নেমেই অনুরাগ বলেন, "কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীর রাজ্যে আসার ক্ষেত্রে যদি কেউ মন্তব্য করেন যে বাইরে থেকে এসেছে, তাহলে আমার প্রশ্ন কারা রাজ্যে আসলে আপনারা বলবেন যে এখানকার লোক?" চাঁচাছোলা ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন অনুরাগ ঠাকুর। আরও পড়ুন: West Bengal Weather Update: জানুয়ারির প্রথম সপ্তাহে উধাও শীত, তাপমাত্রা বাড়িয়ে কমল ঠান্ডার তীব্রতা

অনুরাগ ঠাকুর বলেন, "ভারত সরকারের কোনও মন্ত্রীর পশ্চিমবঙ্গে আসা কি কোনও অপরাধ? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে রাজ্যকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, তাহলে কি সেটা অপরাধ? ভারতের কোনও মন্ত্রী কি পশ্চিমবঙ্গে আসতে পারবে না? পশ্চিমবঙ্গের মাটি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। এখানে সকলের আসার অধিকার রয়েছে।" একইসঙ্গে তিনি আরও বলেন, রাজ্যে আসার অধিকার রয়েছে সকলের। কেন্দ্রীয় মন্ত্রীরা কেন আসতে পারবেন না রাজ্যে? তাদের কেন বহিরাগত তকমা দেওয়া হয়েছে? বাংলায় কী ধরনের মতাদর্শ ছড়ানোর চেষ্টা চলছে, সেটি এখন যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সোমবার উডল্যান্ড হাসপাতালের তরফে জানানো হয়েছে ভালো আছেন মহারাজ। দাদা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে উৎকণ্ঠায় গোটা দেশ। গতকাল রাতে রাতে ভাত, ডাল, সবজি এবং কাস্টার্ড খেয়েছেন সৌরভ। রবিবার রাতের বুলেটিনে জানানো হয়েছে ,তাঁর শরীরের সব মাপকাঠি ঠিক আছে। ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) দেখতে এসেছেন অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। আসছেন বিসিসিআই বোর্ড সচিব জয় শাহের।