West Bengal Weather Update: জানুয়ারির প্রথম সপ্তাহে উধাও শীত, তাপমাত্রা বাড়িয়ে কমল ঠান্ডার তীব্রতা
প্রতীকী ছবি (Representational Image Only)

কলকাতা, ৪ জানুয়ারি: জানুয়ারির প্রথম সপ্তাহ, হঠাৎ করে শীত উধাও। হাড় কাঁপানো ঠান্ডা তো কোন ছাড়, রোদ লাগলে ঠান্ডা গায়েব। উত্তর ভারত যেখানে শীতে কাবু। সেখানে শীত থেকে বঞ্চিত রাজ্যবাসী। কবে আবার হাড় কাঁপিয়ে ঠান্ডা পড়বে তার দিন গুনছে সকলেই। মকর সংক্রান্তির আগেই কি শীত বিদায় নেবে? আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রাতে শীতের আমেজ থাকলেও, দিনের বেলা তা থাকবে না।

গতকালের থেকে এক ডিগ্রি বেড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের বাকি দিনগুলিতেও আরও দু-তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা। ফলে বাড়বে অস্বস্তি। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। তার জেরেই এই অবস্থা। পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আজ ও আগামিকাল তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে। আরও পড়ুন, ভারতে শুরু করোনার বিরুদ্ধে বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া, নরেন্দ্র মোদি

এই মরসুমে আর তীব্র ঠান্ডা পড়বে না বলেই সম্ভাবনা। শীত প্রায় বিদায়ের পথে।