Close
Advertisement
 
শুক্রবার, জানুয়ারী 03, 2025
সর্বশেষ গল্প
1 hour ago

Yashwant Sinha: বাংলার নির্বাচনের হাত ধরেই ২৪-এ বিজেপিকে রোখাই লক্ষ্য যশবন্ত সিনহার

Videos Sarmita Bhattacharjee | Mar 22, 2021 01:23 PM IST
A+
A-

তৃণমূলে যোগ দিতেই দলের সহ-সভাপতি পদের দায়িত্ব পান প্রাক্তন বিজেপি নেতা তথা বরিষ্ঠ নেতা যশবন্ত সিনহা। বাংলার বিধানসভা নির্বাচনে ভোটবাক্সে এর কোনও প্রভাব না পড়লেও রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে চলেছে এই পদক্ষেপ। কৃষক আন্দোলন থেকে তিন কৃষি বিরোধী আইনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছেন যশবন্ত সিনহা। মোদির নেতৃত্বে বিজেপির শাসনে দেশের গণতন্ত্র ভেঙে পড়ছে, তৈরি হয়েছে একনায়কতন্ত্র, দাবি সিনহার। সমস্ত শক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়তেই তৃণমূলে যোগ দেন যশবন্ত। ২০২১-র বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২৪-র সরকার পরিবর্তনের লক্ষ্যেও বড়সড় ভূমিকা নেবে বলে মত তাঁর। যশবন্ত সিন্হা প্রাক্তন ভারতীয় প্রশাসক, রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের অধীনে ১৯৯০–১৯৯১ পর্যন্ত এবং প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অধীনে দল ছাড়ার আগে তিনি ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা ছিলেন।

RELATED VIDEOS