
আহমেদাবাদের বিমান দুর্ঘটনা (Air India Flight Crash) কার গাফিলতিতে হয়েছে, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স। ঘটনার সময় বিমানের যে অংশটি মেডিকেল কলেজের হোস্টেলে পড়ে সেখান থেকেই উদ্ধার হয়েছে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (ডিএফডিআর) অর্থাৎ ব্ল্যাক বক্স। শুক্রবার এই তথ্য প্রকাশ করে ‘এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’। আর তারপরই বিভিন্ন মহল থেকে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হচ্ছে। এই দাবি কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলের নেতারাও করছেন।
তদন্তের দাবি জানাচ্ছেন অনেকে
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, দুর্ঘটনার পর আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন। সকলেই এই ঘটনা নিয়ে মর্মাহত। দুর্ঘটনা বলে আসে না, কিন্তু এইসব দুর্ঘটনা এড়ানোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চয়ই ছিল। এই ফ্লাইটটি প্যারিস থেকে দিল্লি, দিল্লি থেকে আহমেদাবাদ খুব ভালোভাবেই এসেছিল। তারপরে কী এমন সমস্যা হল যার জেরে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে হবে।
দেখুন কুণাল ঘোষের বক্তব্য
কুণাল ঘোষের প্রশ্ন
কুণাল আরও বলেন, এখন দেখতে হবে আহমেদাবাদে বিমানটি কে বা কারা পরীক্ষা করেছিল? কারা ফিটনেস সার্টিফিকেট দিয়েছিলেন? কে ওই সার্টিফিকেটে সাক্ষর করেছিলেন? এবং বিমানটি ওড়ার উপযুক্ত ছিল কিনা, সেটার মানদণ্ড কে নির্ধারণ করেছিলেন? এই সমস্ত বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।