Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
12 minutes ago

Why Republic Day Is Celebrated: ২৬ জানুয়ারি-ই কেন গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়?

উৎসব-ধর্ম Sarmita Bhattacharjee | Jan 26, 2021 12:07 PM IST
A+
A-

১৯৫০ সাল থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়, তবে এই দিনটি ভারতীয়রা ঠিক করেননি। লর্ড মাউন্টব্যাটন ১৫ অগাস্ট দিনটি দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। দেশ স্বাধীন হলেও সংবিধান ছিল না কোনও ভারতের, এরপর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর নতুন সংবিধান রচিত হয় এবং তা গৃহীত হয়। সংবিধান রচয়িতাদের হাত ধরেই ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের দিন স্থির হয়। ১৯২৯ সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 'পূর্ণ স্বরাজ' আনার কথা ঘোষণা করেছিলেন, রবি নদীর তীরে উড়ানো হয় পতাকা। এরপর ১৯৩০ সাল থেকে ২৬ জানুয়ারিকেই স্বাধীনতা দিবস হিসেবে পালনের জন্য দিন স্থির হয়। এরপর ২০০ বছরের ইংরেজ শাসন ঘুচিয়ে ১৯৪৭-র ১৫ অগাস্ট দেশ স্বাধীন হলে ২৬ জানুয়ারির অভিধা বদলে যায়। দিনটিকে জাতীর জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন, 'স্বতন্ত্রতা সংকল্প দিবস'।

RELATED VIDEOS